প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১০:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৪:০২ পি.এম
পঞ্চগড়ের কায়েপাড়ায় মাদকসেবনের সময় তিন যুবক আটক

দুই মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় পঞ্চগড় শহরের কায়েপাড়া এলাকায় মাদকসেবনের সময় তিন যুবককে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কায়েপাড়ার একটি বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল। এ সময় মাদক মাদকসেবনেরত অবস্থায় তিন যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন— রফিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান মুন্না,গোলবক্স এর ছেলে আবু তাহের এবং আব্দুস সাত্তারের ছেলে তাকবীর হোসেন মুন্না। তারা সবাই পঞ্চগড় শহরের উত্তর জালাসী ও নিউমার্কেট এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের কাছ থেকে মাদকসেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি তাদের প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd
এই সাইটটির সকল স্বত্ত্ব জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সংরক্ষিত পরিমার্জিত ও পরিবর্ধিত।