মেহেরপুর অফিসঃআজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে - চলবে ১ অক্টোবর পর্যন্ত।
এসএসসি পরীক্ষার জন্য ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সফলভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রথম দিন বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। গত জুন মাসে এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার জন্য পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। পরীক্ষার্থীরা বৃষ্টি ও কাদা উপেক্ষা করে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসবেন। তবে তিনটি বিষয়ে হবে না পরীক্ষা। হলে প্রশ্ন বাছাই করতে গিয়ে অহেতুক সময় নষ্ট না করার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা।
এদিকে মেহেরপুরে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল/দাখিল) পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত ভাবে পরিচালনা করার জন্য পরীক্ষা কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এবং দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষকদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
একই সময়ে পরীক্ষা কেন্দ্রে শৈথিল্য ও দায়িত্বের অবহেলা এবং নকলের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
আজ জেলায় ৯ হাজার ৭৩১ জন শিক্ষার্থীর পরীক্ষার জন্য ১৮ টি কেন্দ্রের সকল শিক্ষকদের শিক্ষক সুলভ মনোভাব নিয়ে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করার জন্যও বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র/ভেন্যুতে এসএসসি এবং মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এসএসসি ভোকেশনাল ও মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হবে এবং যেহেতু, উক্ত পরীক্ষা কেন্দ্র সমূহের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবার সম্ভাবনা রয়েছে সেহেতু, মেহেরপুর জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর ফৌজদারি কার্যবিধি ১৮১৮ এর ১৪৪ ধারার (১) ও (৩) উপ-ধারার বিধান মতে উল্লেখিত পরীক্ষা কেন্দ্র সমূহের ২০০ গজ এর মধ্যে পরীক্ষার্থী/আইন প্রয়োগকারী সংস্থা'র সদস্যগণ এবং পরীক্ষা কাজে সংশ্লিষ্ট ব্যক্তিগণ ব্যতিত সকলের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ আদেশ শুধুমাত্র পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্বে থেকে পরীক্ষা শেষ হবার ১ ঘন্টা পর পর্যন্ত বলবৎ থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.