রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ নকলমুক্ত ১২টি কেন্দ্রে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলা ১ম পত্রের পরীক্ষার মধ্যদিয়ে এসএসসি পরীক্ষা গ্রহণ শুরু হয়। এ পরূক্ষায় ৬ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় এই পরীক্ষা শেষ হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদত জানান, মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৩৯৯ জন। প্রথম দিনে ৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যার মধ্যে ছাত্র ২০ জন, ছাত্রী ৪১জন। এ পরীক্ষায় ৬ হাজার ৩৩৮ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করে। কেউ বহিষ্কার হয়নি।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম এদিন সকাল থেকেই কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, শাহজাদপুরে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে তাদের নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়। অন্যান্যবারের তুলনায় এ বছর পরীক্ষা কেন্দ্রে ভিন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.