লিটন পাঠান,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে ৪৭ টি কেন্দ্রের মাধ্যমে মোট ২৭ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী অংশ নেয় বলে জেলা শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে বৃহস্পতিবার (১৫-সেপ্টেম্বর) সকাল ১১-টায় শুরু হয় এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জানা গেছে এসএসসি পরীক্ষায় হবিগঞ্জ সদর উপজেলার ৩ টি কেন্দ্র থেকে ৩ হাজার ৮২৫ জন,নবীগঞ্জ উপজেলার ৪ টি কেন্দ্র থেকে ৩ হাজার ৭৪৭ জন,বানিয়াচং উপজেলার ৫ টি কেন্দ্র থেকে ২ হাজার ৬০২ জন,আজমিরীগঞ্জ উপজেলার ৩ টি কেন্দ্র থেকে ১ হাজার ৩৭৮ জন,লাখাই উপজেলার ২টি কেন্দ্র থেকে ১ হাজার ৩০৩ জন।
চুনারুঘাট উপজেলার ৭ টি কেন্দ্র থেকে ৩ হাজার ৭৪৭ জন,মাধবপুর উপজেলার ৪ টি কেন্দ্র থেকে ৩ হাজার ২৪০ জন,বাহুবল উপজেলার ২ টি কেন্দ্র থেকে ২ হাজার ২৩৪ জন ও শায়েস্তাগঞ্জ উপজেলার ১ টি কেন্দ্র থেকে ১ হাজার ৪৬৯ জন সহ মোট ২৩ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। দাখিল পরীক্ষায় হবিগঞ্জ জেলায় ১১ টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।হবিগঞ্জ সদর উপজেলায় ৭শ ৭৫ জন,নবীগঞ্জ উপজেলায় ৯শ ২৭ জন,বানিয়াচং উপজেলায় ২শ ৩৩ জন,আজমিরীগঞ্জ উপজেলায় ৪৯ জন,লাখাই উপজেলায় ১ শ ৪৬ জন, চুনারুঘাট উপজেলায় ৯ শ ৩১ জন মাধবপুর উপজেলায় ২ শ ৬৪ জন।
বাহুবল উপজেলায় ১৭৩ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয় আর ভোকেশনালে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর,চুনারুঘাট, নবীগঞ্জ, বানিয়াচং ও মাধবপুর উপজেলার ৫ টি কেন্দ্র থেকে ৮শ ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
সরজমিনে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায় কোন প্রকার অনিয়ম ছাড়া ই সুন্দর ও সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহন সমাপ্ত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু ভাবে পরীক্ষা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রকার বহিষ্কারের খবর পাওয়া যায় নি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ জানায়, সুষ্ঠু ভাবে পরীক্ষা নিতে সকল ছাত্র ও শিক্ষকদরা সহযোগিতা করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.