স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃদাকোপ উপজেলায় সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি ( ডিআরআর ) প্রকল্পের আওতায় ফলজ ও বনজ চারা বিতরণ উপলক্ষে কর্মশালা অনূষ্ঠিত হয়েছে।
দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ ১৪ সেপ্টটেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টারদিকে কারিতাস বাংলাদেশ খুলনার আয়োজনে ও কারিতাস জার্মানীর অর্থায়নে চারা বিতরণ কর্মশালা আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। এ সময় তিনি বলেন, গাছ পরিবেশের ভারসম্য রক্ষা করে আমাদের অক্নিজেন দেয়।গাছের গুরুত্ব তাই গাছের গুরুত্ব অপরিসীম।আজ থেকে একটি করে গাছ লাগিযে লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার আন্দোলনে অংশ গ্রহন করার জন্য সকলের প্রতি আহবাহন জানান। সবুজ শোভিত কারতে এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ,বনজ ও
ভেষজ গাছের চারা রোপনের জন্য গুরুত্ব আরোপ করেন। লাউডোব ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শেখ যুব রাজের সভাপতিত্বে ও আইডিআরআর প্রকল্প মাঠ কর্মকর্তা মিজানুর রহমান খানের সঞ্চালনায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আওতায় দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়ন ও লাউডোব ইউনিয়নে সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাস পদ্ধতির মাধ্যমে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের কার্যক্রমকে আরো গতিশীল ও সক্রিয়করণ করার লক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষিকর্মকর্তা ইফতেকার হোসেন,প্যানেল চেয়ারম্যান
নিহার মন্ডল,মফস্ব সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক স্বপন কুমার রায়,সংরক্ষিত আসনের সদস্য লিপি মন্ডল,তাপস হালদার,সেবাশীষ রায়,নিতাই জোদ্দার,,সুব্রত সরদার সহ
কারিতাসের, চিরঞ্জীত সরদার, কিরন সরদার,, সুশীল সমাজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় প্রান্তিক চাষিদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024