হেলাল হোসেন কবিরঃআজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় একযোগে শুরু হয়েছে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা।
এ বছর জেলায় এবার এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র করা হয়েছে মোট ৩৩টি। তার মধ্যে এসএসসির ২০ টি কুরআন মাজিদ ও তাজভিদের ৫ টি, ভোকেশনালের ৬ টি ও দাখিল (ভোকঃ) ২টি।
দিনাজপুর বোর্ড, মাদরাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১৬ হাজার ৯ শত ৭৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনে ১৬ হাজার ৬ শত ৭০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। জেলায় ৩ শত ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি।
পরীক্ষা শুরু হয় বেলা ১১ ঘটিকায় আর শেষ হয় দুপুর ১ ঘটিকায়। পরীক্ষার বিষয় ছিল বাংলা ১ম পত্র।
পরীক্ষা চলাকালীন সময়ে জেলা সদরের বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মিনা খাতুন ও মিতু আক্তার দুই প্রতিবন্ধী পরীক্ষার্থী বাকি পরীক্ষার্থীদের মত করে পরীক্ষা দিচ্ছেন। পাশাপাশি পরীক্ষার্থীরা বেশ মনোযোগ সহকারে পরীক্ষা দিতে দেখা গেল।
পাশে হাবিবা খাতুন বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেল সুন্দর পরিবেশ। সেখানে উপস্থিত হয়ে পরীক্ষার বিষয়ে খোঁজ খবর নিতে দেখা যায় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম কে। তিনি বলেন, আজ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা যেহেতু শুরু হল, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকলে যেন ভালোভাবে পরীক্ষা শেষ করতে পারে এটাই কাম্য।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.