সুনামগঞ্জ প্রতিনিধিঃকরোনা মহামারি ও স্মরনকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ও দুর্গত বানবাসী মানুষের সেবায় জেলায় বিশেষ অবদানের জন্য, সুনামগন্জ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক, জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান, নান্দনিক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাবু করোনা সিন্ধু চৌধুরী বাবুল কে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর)দুপুরে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান তাহিরপুর বাসীর আগামী দিনের স্বপ্ন উন্নয়নের রুপকার বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুলের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।সম্মাননা স্মারক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সুনামগঞ্জ -৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ্, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামীমা আক্তার খানম, সাংসদ মহিবুর রহমান মানিক,সাংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার এহসান শাহ্
রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু' সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.