এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃশতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা- অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা জন্মভূমি বাংলাদেশ,কর্মভুমি বিশ্বময় এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামূল্যে বাইসাইকেল বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো ( বিএমইটি) ঢাকার জনশক্তি ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরাম এর আয়োজনে শনিবার সকালে গাইবান্ধার কারিগরি প্রশিক্ষন কেন্দ্র কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসাবে ২৪ জন শিক্ষার্থীদের মাঝে হেলমেট যুক্ত বাইসাইকেল বিতরন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো ( বিএমইটি) ঢাকার মহাপরিচালক এনডিসি শহিদুল আলম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও সাইকেল বিতরন করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো ( বিএমইটি) ঢাকার প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক (উপ-সচিব) জাকির হোসেন।
জাকির হোসেন তার বক্তব্যে বলেন- নদী ভাংগন কবলিত অস্বচ্ছল, অসহায় শিক্ষার্থীদের জীবন যাপন এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ও তারা যেন কর্মমুখী হয়ে উঠে এই জন্য গাইবান্ধা সহ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ জেলায় ধাপে ধাপে সাইকেল বিতরন করা হচ্ছে। সাইকেল চালালে শারিরীক ফিটনেস ঠিক থাকে। এছাড়াও কারিগরি প্রশিক্ষন কেন্দ্র টিটিসি’র সমন্ধে মানুষকে অবগত করতে প্রচারণার উদ্দেশ্য এটি। এখানে ড্রাইভিং, ওয়েল্ডিং, হাউস কিপিং সহ বিভিন্ন ট্রেডে ট্রেনিং করানো হয়। এখানে ট্রেনিং নিয়ে দক্ষ হয়ে শিক্ষার্থীরা যেন বিদেশে যেতে পারবেন।
বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো ( বিএমইটি) ঢাকার কর্মসংস্থান বিভাগের উপ-পরিচালক জোহরা মনসুর, সাধারন সেবা উপ-পরিচালক আবুল কালাম আজাদ, প্রশাসন ও অর্থ বিভাগের উপ-পরিচালক রেজওয়ানুল হক চৌধুরী।গাইবান্ধা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ( টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মো: আব্দুর রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- গাইবান্ধা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক নেসারুল হক, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র এর কম্পিউটার এর সিনিয়র ইন্সট্রাক্টর আমির হোসেইন, ইন্সট্রাক্টর মিজানুর রহমান, উপকারভোগীদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোছা: রুবি আক্তার ও বিপ্লব মিয়া প্রমুখ।
আলোচনা শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামূল্যে বাইসাইকেল বিতরন করা হয়।
এর আগে গাইবান্ধা জনশক্তি ও কর্মসংস্থান অফিস ও অফিসের বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন অতিথিরা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.