নিজস্ব প্রতিনিধিঃচিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের জমি দখল ও প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন পঞ্চগড় অটোয়ারী উপজেলার বাসিন্দা ইসমাইল হোসেন মিলন। সন্ত্রাসীরা বিএনপি দলের নেতা পরিচয়ে বিগত দুই বছর যাবত তাদেরকে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। জমির ইসি নং ৫৪২০ এ ব্যাপারে পঞ্চগড় আদালতে মামলা চলমান আছে। আটোয়ারী থানায় জিডি করা হয়েছে। কিন্তু সন্ত্রাসীরা এতটাই প্রভাবশালী যে কোন আইন আদালতের তোয়াক্কা করে না। তারা গায়ের জোরেই সব কিছু করতে চায়। গতকাল শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এসেছিলেন ইসমাইল হোসেন মিলন। তিনি সন্ত্রাসীদের অন্যায়-অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছিলেন। তিনি বলেন, পঞ্চগড় সাতখামার গ্রামের মুনসুছুরুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার বাড়ি ভাঙচুর করেন এবং আমার পরিবারের উপর বেশ কয়েকবার হামলা করেন। জীবন বাঁচাতে পালিয়ে থাকতে হচ্ছে এলাকা থেকে। তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের আইনি সুরক্ষার দাবি করেছেন।ইসমাইল হোসেন সহ পরিবারের অন্য সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি সরকারের উচ্চমহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি ও আমার পরিবারের সকলেই আওয়ামী লীগের সমর্থক। কিন্তু দুঃখের বিষয়, বিএনপি নেতা নামধারীরা আমাদের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
ইসমাইল হোসেন আরো জানান, দিনের পর দিন তিনি এক কাপড়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। তাকে কৌশলে ঢাকা থেকে অপহরণের চেষ্টাও চালানো হয়েছে। কিন্তু তিনি নিজ বুদ্ধিমত্তার জোরে আপাততঃ বেঁচে গেছেন। কিন্তু যেকোন মুহূর্তে তারা আবারো হামলা চালাতে পারেন বলে তিনি আশংকা করছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.