জামালপুর প্রতিনিধিঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ বলেন, দেশের মানুষ নির্বাচনে ইভিএম চায় না। আমরা শুরু থেকেই ইভিএমের বিপক্ষে। কারণ, ইভিএম হচ্ছে শান্তিপূর্ণ কারচুপির মেশিন। ইভিএমে নির্বাচন হলে, যাকে খুশি বিজয়ী করতে পারবে।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ইসলামপুর পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে মেগা প্রকল্প চলছে মেগা দুর্নীতির জন্য। প্রতিটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়, কিন্তু নির্ধারিত সময়ে এবং নির্দিষ্ট বরাদ্দে কোনো কাজ শেষ হয় না। প্রতিটি প্রকল্পে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। এতে প্রমাণ হয়, সম্ভাব্যতা যাচাই সঠিক ছিল না।
ইসলামপুর পৌর জাতীয় পার্টির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জাকির হোসেন খান৷ প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু।
ইসলামপুর পৌর জাতীয় পার্টির আহবায়ক তারা মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির যুগ্ম-শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামছুল আলম লিপটন, সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ মাহমুদুল্লাহ, জেলা যুব সংহতির সাবেক সভাপতি আনিছুর রহমান মানিক,সাবেক সাধারণ সম্পাদক কাজী খোকন, জেলা যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান,ইসুলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জুয়েল সরকার প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.