স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃআজ ২০ সেপেম্বর মঙ্গলবার শারদীয়া দুর্গোৎসব নির্বিঘ্নকরণের লক্ষে খুলনা রেঞ্জ ডিআইজি ড,খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) এর সভাপতিত্বে তাঁর সভা
কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিআইজি খুলনা রেঞ্জ মহোদয় খুলনা বিভাগের সকল জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং খুলনা, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় করেন। খুলনা রেঞ্জর সকল জেলার পুলিশ সুপারগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের পরিবেশ বজায় রাখার জন্য সার্বিক নির্দেশনা প্রদান করেন। প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ সঠিকভাবে গোয়েন্দা নজরদারির নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি(প্রশাসন)জনাব মোঃইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোঃ আতিকুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.