পেকুয়া প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় এক মসজিদের জায়গা দখল চেষ্টার অভিযোগ তুলে রাজাখালী ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য হোছাইন শহীদ সাইফুল্লাহের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
(২০ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৫টার দিকে রাজাখালী ৮নং ওয়ার্ডের নতুন ঘোনা ভোলার গোদা স্টেশনে এই প্রতিবাদ সভা ও ঝাডু মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় স্থানীয়রা জানায়,রাজাখালী নতুন ঘোনা ভোলার গোদার পাড় বায়তুল মামুর জামে মসজিদের সাথে লাগোয়া উত্তর পার্শে পানি উন্নয়ন বোর্ডের খাস অন্তর্ভুক্ত দেড় একর জমি ১৯৭৪ সালে এই মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মসজিদের দখলে ছিল। ওই জায়গা লাগিয়ত দিয়ে লাগিয়ত (খাজনার) টাকা তুলে মসজিদের ইমামের বেতন ও মসজিদের উন্নয়ন কর্মকান্ড চালানো হয়।
গত মঙ্গলবার মসজিদ কমিটি ওই জায়গার সাইট ভরাট করতে গেলে স্থানীয় ইউপি মেম্বার হোছাইন সাইফুল্লাহ তাঁর নিজের ক্রয়কৃত বলে দাবী করে মসজিদ কর্তৃক নির্মিত দোকান ঘরের ভাড়া দাবি করে। এই ঘটনায় মুসল্লী ও এলাকাবাসী মিলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।
এসময় বক্তারা ইউপি সদস্য সাইফুল্লাহকে জবরদখলকারী দাবি করে, ওই জায়গা দীর্ঘ ৪০ বছর থেকে মসজিদের দখলে ছিল। সাইফুল্লাহ ক্ষমতার অপব্যবহার করে মসজিদের জায়গা দখল করার চেষ্টা করেন। মসজিদের জায়গা দখল মুক্ত করার জন্য সরকারের উচ্চ মহলের সহযোগিতা কামনা করেন তারা।
এসময় মসজিদ কমিটির সভাপতি মাহামুদুল করিম,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর,মসজিদ পরিচালনা কমিটির সদস্য হাজ্বী আব্দুল মালেক, সদস্য সালাহ উদ্দীন রানা,সদস্য মৌলানা জাহাঙ্গীর আলম, দোকানের সওদাগর আলী হোছাইন, মুসল্লী দেলোয়ার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে রাজাখালী ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য হোছাইন শহীদ সাইফুল্লাহ বলেন, আমি কোন জায়গা দখল করি নাই এবং চেষ্টা ও করি নাই। এটি খতিয়ান ভুক্ত আমার খরিদা জায়গা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.