গুরুদাসপুর,নাটোর প্রতিনিধি,রহমত আলীঃ
গুরুদাসপুর থেকে কাছিকাটা বিশ্বরোড প্রতিদিন ১৬ কিলোমিটার যাতায়াত করতে হয় পত্রিকা হকার মনিরুল ইসলাম ইমনের। ভোরে আযানের সময় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই সাইকেল চালিয়ে পত্রিকা বিলি করেই প্রবেশ করেন এসএসসি পরীক্ষার কেন্দ্রে। ইমনের অভাব অনাটনের এমন খবর শুনে পাশে দাঁড়িয়েছেন গুরুদাসপুরের ইউএনও মো.তমাল হোসেন। বুধবার ইমনের বাড়িতে দুই মাসের খাবার ও অর্থ সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি।
ইমন গুরুদাসপুরের খামারনাচকৈড় মহল্লার ভ্যানচালক আশরাফুল ইসলামের ছেলে। তিনি শিকারপুর কৃষি কারিগরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। বাল্যকালেই মাকে হারান ইমন। অভাবের কারণে তার এক সময় পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কালের কণ্ঠের গুরুদাসপুর প্রতিনিধি ও সংবাদপত্র এজেন্ট আলী আককাছ তাকে দেড় বছর আগে তাকে পত্রিকা বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি পড়াশোনার সুযোগ করে দেন। তাতেও সংসারের খরচ মিটিয়ে হিমশিম খাচ্ছিলেন ইমন কিন্তু দারিদ্রতা থাকলেও পড়াশোনার
প্রতি ছিল তাঁর প্রবল ইচ্ছাশক্তি। ইতিমধ্যে তিন বিষয়ে পরীক্ষা দিয়েছেন ভালোভাবে।
ইমন বলেন, তার দুঃসময়ে ইউএনও স্যার পাশে দাঁড়িয়েছেন। বাড়িতে দুই মাসের খাবার ও অর্থ পৌঁছে দিয়ে যে মানবতা দেখিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। আমি পড়াশোনা করে সরকারি চাকরিজীবী হতে চাই।
উপজেলা নির্বাহি অফিসার বলেন, দারিদ্রতা থাকলেও লেখাপড়ার প্রতি ইমনের প্রবল আগ্রহ আমাকে আকৃষ্ট করেছে। এদের সহয়েগিতা করতে আমাদের এগিয়ে আসা উচিত।