বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেট প্রতিনিধিঃশারদীয় দূর্গাপুজা উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্টিত হয় ৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে শারদীয় দূর্গাপুজা উপলেক্ষে প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এমএ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ, ১৭ পরগনার শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, পুজা উদযাপন কমিটির সভাপতি ফনি লাল দে, সাধারণ সম্পাদক দুলাল দে, মাষ্টর অধির মোহন বিশ্বাস, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সকল পর্যয়ের নেতৃবৃন্দা উপস্থিত ছিলেন ৷
সভায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজায় সর্বস্তরের নিরাপস্তা নিশ্চিত করা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে প্রশাসনের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা করা হবে ৷ এছাড়া পূর্জাউদযাপন কমিটিকে ভলন্টিয়ার রাখার অনুরোধ জানান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.