মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃ পবিত্র কোরআন এমন একটি সমাজব্যবস্থা চেয়েছে, যেখানে এতিমের জন্য সব কিছুর সুব্যবস্থা থাকবে, সুবন্দোবস্ত থাকবে। ইরশাদ হয়েছে, ‘...মানুষ তোমাকে এতিম সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম...।’ (সুরা : বাকারা, আয়াত : ২২০)
হাদিস শরিফে এসেছে, 'যে ব্যক্তি কোনো এতিমকে আপন মা-বাবার সঙ্গে নিজেদের (পারিবারিক) খাবারের আয়োজনে বসায় এবং (তাকে এই পরিমাণ আহার্য দান করে যে) সে পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ' (মুসনাদে আহমাদ : ১৮২৫২)।
মোঃ ছাব্বির বয়স (১০)পিতা মৃত মোঃ ফারুক, মা-রুপা বেগম, বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের -চর টিটিয়া গ্রামের ৮ নং ওয়ার্ড । এই ছোট্ট শিশু মেসঃ ছাব্বির গাছ থেকে অসাবধানাবশতঃ পরে ডান হাতটি ভেঙে যায়। বাবা নাই মা থেকেও নাই। এই এতিম ছেলেটির আপন বলতে একমাত্র নানীই আছে। নানির পক্ষেও সম্ভব না ছাব্বিরের এই শারিরীক অপারেশন করানো। ছাব্বিরের মা তাদের ২ ভাই বোন নানির কাছে রেখে কোথায় আছে তা কেউ জানেনা।
ছাব্বিরের অপারেশন করাতে ৫০-৬০ হাজার টাকার প্রয়োজন। তার গরীব নানির পক্ষে এই অপারেশন করানো সম্ভব না। তাই দেশের সকল বিত্তবান ও মানবিক ভাইগুলো এগিয়ে আসলে ছাব্বির আগের মত স্বভাবিক জীবন ফিরে পেতে পারে
যোগাযোগ -- মোঃ নুরনবী --+8801717375950
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.