মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃফুটবল তারকা মাসুরার অসহায় পিতার পাশে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফ চ্যাম্পিয়ন ডেফান্ডার মাসুরার সরকারি জায়গায় বসতভিটা ভেঙে দেয়ার জন্য সড়ক জনপথ বিভাগের নির্বাহী লাল ক্রস চিহ্ন দিয়েছেন।
সমগ্র দেশ যখন আনন্দে মেতে উঠেছে। ঠিক তখনিই ফুটবল দলের গৌরব মাসুরার অসহায় পরিবার মহা টেনশনে।
ভেঙে ফেলার উদ্দেশ্যে লাল রঙে ক্রস চিহ্ন এঁকে দেয়া হয়েছিল নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরার বাড়িটি। তবে সড়ক ও জনপথ বিভাগের দেয়া সেই ক্রসচিহ্ন মুছে দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিনেরপোতা এলাকায় ফুল ও মিষ্টি নিয়ে মাছুরার বাড়িতে যান এবং শুভেচ্ছা জানান মাছুরার পরিবারকে, খোঁজখবর নেন তাদের। এসময় জেলা প্রশাসক বলেন, মাছুরার বাড়িটি সড়ক ও জনপদ বিভাগ ভাঙবে না। যতদিন পরিবারটির স্থায়ী বসবাসের ব্যবস্থা করা না যায় ততদিন ঘরটি ভাঙা যাবে না। সড়ক ও জনপথ বিভাগকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
মাছুরার বাবা রজব আলী, মা ফাতেমা বেগম ও দুই বোন সুমাইয়া ও সুরাইয়া পারভীনের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসককে তারা জানান, ২০২০ সালে শহরের বিনেরপোতা এলাকায় সড়কের পাশে তাদের আট শতক সরকারি জমি বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। সেখানেই একটি ঘর বানিয়ে থাকছেন তারা।
তবে মাস দুয়েক আগে সওজ তাদের ঘরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা লাল রঙে ক্রসচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তাদের বাড়িতে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প অফিসার মোঃ ইয়ারুল হক, লাবসা ইউনিয়নের সাত বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, সাতক্ষীরা পৌর ভূমি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, ইউপি মেম্বার মনিরুল ইসলামসহ স্হানিয় এলাকা বাসি।
জেলা প্রশাসক বলেছেন ধন্যবাদ অভিনন্দন মাসুরার পরিবার । সড়ক জনপথ বিভাগের কর্মকর্তাদের লাল চিহ্ন দেওয়া বসত ঘর না ভাঙার জন্য নির্দেশ দিয়েছেন।
এবং নিজে উপস্থিত থেকে রাস্তার পাশে বসত ঘর থেকে সাংবাদিক দের উপস্থিতিতে লাল চিহ্ন মুছে দেন।
জেলা প্রশাসক বলেছেন যথদিন স্হায়ীভাবে বসবাস করার জন্য মাসুরার জায়গায় না হবে ততদিন পর্যন্ত এখানে মাসুরার অসহায় পরিবার বসবাস করবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.