এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে দারুণ ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৭ বছর পর আজ শনিবার শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা সার্কিট হাউজে অতিথি বৃন্দুকে অভ্যার্থনা জানান জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোকাদ্দেস আলী বাদুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি। সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এইচ.এম আশিকুর রহমান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সফুরা বেগম রুমি। জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, ইঞ্জিঃ মনোয়ার হোসেন চৌধুরী এমপি,এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, উপজেলা আওয়ামীলীগেরর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর সভার মেয়র আতাউর রহমান সরকারসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: সৈয়দ শামসুল আলম হিরু এবং সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
এ সম্মেলনে ৭টি উপজেলার ১টি পৌর সভায় ৩শ ৮৪ জন কাউন্সিলার কাউন্সিল অধিবেশনে যোগ দিবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.