লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের আওতাধীন সি.এম.এস.ডি প্রকল্পের আওতাধীন বাতাস থেকে অক্সিজেন ও গ্যাস উৎপাদন এর মাধ্যমে রোগীদের সিলিন্ডার গ্যাস এর পরিবর্তে সরাসরি বাতাস থেকে অক্সিজেন উৎপাদন এর মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হবে। প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন ও গ্যাস উৎপাদিত হবে এমনটাই জানিয়েছেন কিশোরগঞ্জের কর্মরত ঠিকাদারী প্রতিষ্ঠান আনিফ কো-র ইঞ্জিনিয়ার রাজিব কুমার সাহা।কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ হেলাল উদ্দিন এর তত্ত্বাবধানে এই প্রকল্পের কাজ আগামী ২৫ সেপ্টেম্বর হতে পরিচালিত হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার আমাদের অবগত করেছেন। তাতে সরাসরি রোগীদের সেবা প্রদান করা হবে।