আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সনাতন ধর্মালম্বিদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদসহ নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানা প্রাঙ্গণে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় আলফাডাঙ্গা থানা ওসি মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে,পরিচালনায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।এসময় আলফাডাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হিটান্ত কুমার ঘোষসহ বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপন করতে ও পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় থানা পুলিশের পক্ষ থেকে সব ধরনের তৎপর ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানানো হয়।উল্লেখ চলতি বছর আলফাডাঙ্গা উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে মোট ৪৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আগামী ১ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে ৫ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব সম্পন্ন হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.