জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গত ২৪/০৯/২০২২ ইং তারিখে কুষ্টিয়া জেলার মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্তন অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদ এঁর ভিত্তিতে গত শনিবার সকাল ১১ঃ০০ ঘটিকা হতে দুপুর ১২ঃ৩০ ঘটিকা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়া, এর নেতৃত্বে গঠিত রেডিং টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা কল্যাণপুর বাজার হইতে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় আসামী মোঃছফের মন্ডল হতে ১০০ বোতল এবং আসামী মোঃরফিকুল ইসলাম হতে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় যার বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৬০ হাজার টাকা । উক্ত মামলায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন জাতীয় দৈনিক আলোচিত কন্ঠ কে বলেন, মাদকবিরোধী অভিযানে সর্বমোট ০২ জনকে আটক করা হয়। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বদা মাদক নির্মূলের জন্য কাজ করে যাবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.