স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ ভূমি সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীন ইউনিয়ন ভূমি অফিসে এক কর্মস্থলে তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্যত্র বদলির নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। শনিবার (২৪শে সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
এর আগে একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে কর্মচারীদের বদলির সুপারিশ করা হয়। জেলা প্রশাসকদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) দপ্তরের অধীনে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের চাকরির মেয়াদ তিন বছর পূরণ হয়েছে, তাদের দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো।
এর আগে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকের সুপারিশ অনুযায়ী একই সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চাকরিকাল তিন বছরের বেশি হওয়া সব কর্মচারীকে বদলির নির্দেশ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়।.
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.