মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের অস্থায়ি বরখাস্তকৃত অধ্যক্ষ্যের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ওই অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবীতে কলেজ গেটে গতকাল রোববার ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কলেজের গর্ভনিং বডি, শিক্ষক ও কর্মচারীরা মানব বন্ধন করেছে।
মানববন্ধনে কলেজ গর্ভনিং বডির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সাবেক অধ্যক্ষ সম হাফিজুল ইসলাম, সদস্য ডা. ইকবাল হোসেন সনি, আলহাজ্ব শাহ আলম, শিক্ষক প্রতিনিধিসহ শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, কলেজের অর্থ আত্মসাত করা সহ গর্ভনিং বডির সিদ্ধান্তকে উপেক্ষা করা ছাড়াও নানাবিধ দুর্নীতিতে অভিযুক্ত অধ্যক্ষকে স্থায়ী বরখাস্ত করার দাবী করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠানে দায়িত্ব পালন অবস্থায় অর্থ আত্মসাত,দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ একেএম নূরুল ইসলামকে গর্ভনিং বডি গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক সভায় তাকে সাময়িক বরখাস্ত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.