সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্রি কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে ২৫ সেপ্টেম্বর সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পুলিশ সুপার কুড়িগ্রাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানা লাল বকসী, সভাপতি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, রবি বোস, সভাপতি পূজা উদযাপন পরিষদ, উদয় শংকর চক্রবর্ত্তী, সহ সভাপতি, পূজা উদযাপন পরিষদ, দুলাল চন্দ্র রায়, সাধারন সম্পাদক, পূজা উদযাপন পরিষদ, সৌমোন্দ্র প্রসাদ পান্ডে,সদস্য কেন্দ্রীয় কমিটি, সভাপতি পূজা উদযাপন পরিষদ, উলিপুর সহ বিভিন্ন উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মোঃ সুমন রেজা, সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী সার্কেল সহ অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ অফিসারবৃন্দ।
আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত সকলেই সদাশয় সরকারের সম্প্রতির যে সুনিপুণ মেলবন্ধন তা অধিকতর তরান্বিত করতে এবং কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে সকলে সম্মিলিত ভাবে সহযোগিতা করার আশা ও প্রত্যয় ব্যক্ত করেন। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের প্রশংসা করে আরো বেশী সহযোগিতার হাত বাড়িয়ে সম্মিলিত সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে নির্বিঘ্নে পুজা উদযাপিত হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। তারা সদাশয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা প্রতিপালনের অহর্নিশ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় পাশে আছে এবং থাকবে। পূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সহ পূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পুলিশ সুপার । অশুভ তৎপরতার সাথে কেউ জড়িত থাকলে বা কেউ অশুভ তৎপরতার চেষ্ঠা করলে তার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে বলে পুলিশ সুপার নিশ্চিত করেন। তিনি বিভিন্ন মামলার কঠোর ফলাফল তুলে ধরে বলেন, এখানে অশুভ তৎপরতা করে কেউ রেহাই পায়নি, পাবেও না।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.