মাসুম বিল্লাহ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম (পুলিশ সুপার পদে পদন্নতি প্রাপ্ত) এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ৩৫০০ ( তিন হাজার পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং-২৫/০৯/২০২২ তারিখ ১৪.১০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন নামাজগড় কাঁচা বাজারস্থ মাংসপট্টির সামনে নামাজগড় হইতে চারমাথাগামী রাস্তার উপর ইহতে আসামী ১। মোঃ আঃ মমিন (৩৫), পিতা-আব্দুস সোবহান, সাং-পালশা হাজীপাড়া, থানা-বগুড়া সদর, ২। মোছাঃ চায়না বেগম (৩৫), স্বামী-মোঃ হেলাল উদ্দিন, সাং-মহিপুর কলোনী, থানা-শেরপুর, উভয় জেলা-বগুড়াকে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ধৃত ২ নং আসামী মোছাঃ চায়না বেগম এর বিরুদ্ধে ইতিপূর্বের ৪টি মাদক মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.