হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ ভোর সাড়ে পাঁচটার সময় মেহেরপুর-কাথুলী সড়কের জোছনা বেকারির সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ঢাকার মগবাজারের শেখ আশরাফুল কবিরের স্ত্রী কানিজ ফাতিমা লিপি ও নারায়ণগঞ্জের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ।
ঢাকা থেকে বারগুলো সংগ্রহ করে মেহেরপুরের কাথুলী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে জানায় পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বাসযোগে কানিজ ফাতিমা লিপি ও মাসুদ রানা মেহেরপুরে উদ্দেশ্যে রওনা দেয়। ভোর বেলায় তারা পৌঁছাই মেহেরপুর বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটি রিক্সযোগে তারা দুজন কাথুলী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। রিক্সাটি ভোর সাড়ে পাঁচটার সময় বড় বাজারের জোসনা বেকারির সামনে পৌঁছালে তখন পুলিশের সন্দেহ হয়। রিক্সাটির গতিরোধ করে পুলিশ। পরে পাশের একটি কক্ষে নারী পুলিশ দিয়ে তল্লাশী করলে ঐ নারীর পায়ু পথ থেকে কালো টেপ জড়ানো তিনটি বস্তু উদ্ধার করা হয়। টেপ খুলে পাওয়া যায় ৬টি স্বর্ণের বার। ৬টি স্বর্ণের বারের বাজার মূল্য ৬০ লাখ টাকা বলে জানালেন ওই কর্মকর্তা।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুরে নেওয়া হয়। তবে কার কাছে স্বর্ণের বারগুলো দেওয়া হতো তাকে খুঁজছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য উদ্ঘাটন করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.