তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে আলোকিত তাহিরপুরের স্বপ্নদ্রষ্টা বাবু করুনা সিন্ধু চৌধরী বাবুল কেক কেটে নেতা কর্মীদের মিষ্টি মুখ করার পাশাপাশি শেখ হাসিনার দির্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।কেক কাটার আগে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ডেউ টিন ও নগত অর্থ বিতরন করা হয়।
জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাহিরপুরের উন্নয়নের রুপকার হাজারো নেতা কর্মীর আশ্রয়স্থল অন্ধকারাছন্ন তাহিরপুর উপজেলা পরিষদ, বাজার ও গুরুত্বপূর্ন এলাকা নতুন ভাবে বিদ্যুৎতের আলোয় আলোকিত করলেন উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।গনতন্ত্রের মা জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,আ,লীগ সদস্য রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জি,কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান,সাধারণ সম্পাদক এমকে ওয়াহিদ খসরু,রতন গাংগুলী,শ্রমীক লীগ যুগ্ম আহব্বায়ক মতিউর রহমান মতি,মুহিত চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহিদ হাসান রুবেল,সাংগঠনিক সম্পাদক তারেক আল মামুনসহ আ,লীগ,মুক্তিযোদ্ধা,শ্রমিকলীগ,কৃষকলীগ,
যুবলীগ,ছাত্রলীগ সহ আ,লীগের সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
অন্ধকারাছন্ন তাহিরপুর উপজেলা পরিষদের অভ্যন্তরিন বাজার এলাকায় নতুন করে বিদ্যুৎতের আলোয় আলোকিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান এলাকার জনগন।
মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ বর্মন বলেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আমরা নতুন কইরা আবার আলোকিত হইলাম,তাহিরপুর কে অখন অনেক সুন্দর লাগতাছে, নতুন করে আলোকিত করার জন্য উপজেলা চেয়ারম্যান কে আমরা ধন্যবাদ জানাই আমরা চাই সারা দেশের লাকান আমাদের এলাকাও উন্নয়ন হউক,
তাহিরপুর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আ লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন ,দীর্ঘদিন ধরেই উপজেলা পরিষদ এলাকা ও বাজারের গুরুত্বপূর্ণ সড়ক রাতে অন্ধকার থাকত, আজ মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিনে অন্ধকারাছন্ন উপজেলা সংলগ্ন বাজার রাস্তা বিদ্যুৎতের আলোতে আলোকিত করা হল। বিদ্যুত সাশ্রয়ের জন্য প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৯ পর্যন্ত জ্বলবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.