বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের কচুয়ায় শারদাঞ্জালি ফোরাম এর আয়োজনে শ্রীমদ্ভাগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১ টায় ছোটআন্ধারমানিক মন্দির কমপ্লেক্সের সামনে শ্রীমদ্ভাগবদগীতা পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
জয়দেব মিত্রের পরিচালনায় আন্ধারমানিক শারদাঞ্জালি গীতা নিকেতনের সভাপতি শৈলেন্দ্র নাথ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন আন্ধারমানিক মন্দির কমপ্লেক্সের সভাপতি মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাঃপঙ্কজ কান্তি অধিকারী।
এদিন প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন শারদাঞ্জালি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী রিপন কুমার সাহা,প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শারদাঞ্জালি ফোরামের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সুমন দাস বিজয়।
এছাড়াও অতিথি হিসাবে ছিলেন আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিটুন মিত্র প্রবীর, শারদাঞ্জালি ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক উত্তম কুমার দাস,শারদাঞ্জালি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক দীপ হালদার(রতন),শারদাঞ্জালি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক দিপংকর রায়,শারদাঞ্জালি ফোরামের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রশান্ত অধিকারী,মন্দির টিভির প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস সহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.