লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসুদিয়া ( আমলিতলা) এলাকায় গত ৩১ মে রাতে প্রতি পক্ষের হামলায় নিহত সাহেদা হত্যা মামলার আসামিরা বাদীকে বিভিন্ন ধরনের হুমকি ও মামলা তুলে নেয়ার চাপ সৃষ্টি করছে। এতে বাদী চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। ১ অক্টোবর সকাল ১১ টা আমলিতলা নিজ বাসভবনে হত্যা মামলার বাদী ও পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে করেন।
মামলা ও সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগে জানা যায়, গত ৩১ মে ২০২২ রাত সাড়ে ৩:০০ ঘটিকায় আমার ( এরশাদের) দোকান ঘর ও বাড়িতে আমাদের এলাকার নুরু, আমেনা,রুবেল,রাসেল,রজব আলী,কাজল,
মানিক গংরা হামলা চালায় এদের আঘাতে আমার মায়ের মৃত্যু হয়। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করা হয় যাহারনং-৪(০২/০৬/২০২২ স্বারক নং- ৪০২৭(৩)/১, তারিখ- ০৩/০৬/২০২২ইং এতে উল্লেখিত আসামী সহ অজ্ঞাত রয়েছে কয়েকজন। গত জুলাই ২০২২ এ মামলায় নূরু ও আমেনা কিশোরগঞ্জ জজ কোর্ডে হাজিরা দিলে তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিষ্টট এবং গত ২৮ সেপ্টেম্বর রাতে কিশোরগঞ্জ র্যাব কর্তৃক পলাতক আসামী রাসেলকে কিশোরগঞ্জ পৌর মার্কেট এলাকা হতে আটক করে পুলিশের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়। এই মামলা আরও ৪ জন আসামী পলাতক রয়েছে। রাসেলকে গ্রেফতার করার পর থেকেই বাদীর পরিবারের উপর পুনরায় বিভিন্ন ধরনের হুমকি আসছে এমনকি তাদের উপর হামলা করবে বলে লোকমুখে শুনা যাচ্ছে বলে বাদী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। আসামীদের জামিনে এনে আমাদের দোকান পাঠ দখল করবে বলেও হুমকি দিচ্ছে বলে দাবি করেন হাসনা বেগম। আমরা এখন নিরাপত্তাহিনতায় ভুগতেছি। আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি ও ন্যায় বিচার কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.