মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন মিলে ৪৫ টি পূজা মন্ডপে শারদীয়া দুর্গাপূজা ২০২২ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩৫ হাজার টাকা করে এবং ৩০ টি ঘট পূজায় ৪হাজার টাকা করে প্রদান করেন কক্সবাজার সদর ইউএনও মোঃ জাকারিয়া।
এই সময় ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পি ও সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সকলের জ্ঞাতার্থে জানান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে ইতোমধ্যে পুজা মন্ডপের অবস্থান বিবেচনা করে ছোট মন্ডপে ৪ জন, মাঝারি মন্ডপে ৬ এবং বড় মন্ডপে ৮ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ বিভাগের নিয়মিত টহল এবং মেডিকেল টিম কাজে নিয়জিত আছেন।
একই সাথে ইউনিয়ন পুজা উদযাপন কমিটির আবেদনের প্রেক্ষিতে ০৮ টি ইউনিয়নে জরুরি ভিত্তিতে পূজা মন্ডপ সংশ্লিষ্ট রাস্তা জরুরী ভিত্তিতে মেরামত করার জন্য উপজেলা পরিষদের পক্ষ হতে ১৯ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। এতে কৃতজ্ঞতা জানাচ্ছি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল প্রতি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.