তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উপজেলার ৩৩ টি মন্দিরে এবার আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। পূজা উপলক্ষে নেতা-কর্মীদের সাথে নিয়ে মন্দির পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন মানবতার ফরিওয়ালা, বিশিষ্ট দানবীর, জনগনের সবচেয়ে কাছের মানুষ, গন মানুষের চেয়ারম্যান আজাদ হোসেন, তিনি বালিজুরি ইউনিয়নের পাচঁ টি মন্দিরে নিজ তহবিল হতে প্রতিটি মন্দিরে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা তুলে দেন স্ব স্ব মন্দির কমিটির সভাপতির হাতে। মন্দির পরিদর্শন কালে সাথে ছিলেন তাহিরপুর উপজেলার হিন্দু বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার, ছিলেন বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম, বাবলু মিয়া, দ্বীন মাহমুদ, আলী আমজদ,সহ মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
জনতার চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, ধর্ম যার যার উৎসব আমাদের সবার,এবারের পূজা সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করছে।কারন করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন মানুষ ঘরবন্দী ছিল। করোনার প্রাদুর্ভাব কমায় এবার মানুষ নির্বিঘ্নে তাদের উৎসব পালন করছে।সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বলবো আপনাদের যে কোন প্রয়োজনে আমি অতীতে আপনাদের সাথে ছিলাম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।প্রতিটি মন্দিরে পুলিশ বাহিনীর পাশাপাশি আমাদের ইউ পি সদস্য সহ আনসার বাহিনীরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে।কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা গ্রহণ করবো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.