লিটন পাঠান,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির চেষ্টাকালে গুলি ছুড়ে এক ডাকাতকে আটক করে পুলিশ পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও এক জনকে আটক করা হয়, রোববার (০২-অক্টোবর) ভোরে মাধবপুরের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডাকাতির চেষ্টা কালে আটক ব্যক্তির নাম জুয়েল মিয়া (৩০) জুয়েল চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুরারকই গ্রামের আব্দুস সহিদের ছেলে পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রাম থেকে আকল মিয়ার ছেলে রিপন মিয়াকে (২৫) আটক করে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শনিবার গভীর রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে একটি ট্রাক আটকে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির, ও মাধবপুর থানার এসআই অনিক চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাত দল পুলিশের ওপর আক্রমণের চেষ্টা চালায় পুলিশ শর্টগানের ৩ রাউন্ড গুলি ছুড়লে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় জুয়েলকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয় পরে তার দেওয়া তথ্যে আরও একজনকে আটক করা হয় তাদেরকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.