স্টাফ রিপোর্টারঃ রাজশাহী জেলার বাঘা পৌরসভার সাবেক মেয়র মো. আক্কাস আলীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ঢাকায় তাকে আটক করে। জানা গেছে, আক্কাস আলী ৫ আগস্টের পর থেকে এলাকা থেকে আত্মগোপনে ছিলেন। এরপর থেকেই তিনি গা ঢাকা দেন। অবশেষে বৃহস্পতিবার সকালের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। আটকের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ হবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd