সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা পরিষদ সাধারণ নির্বাচনে সংরক্ষিত আসনের সদস্য পদে তিন ওয়ার্ডে দশজন প্রার্থী ভোটের মাঠে লড়ছেন। এরমধ্যে ১ নং ওয়ার্ডে (নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী) তিনজন প্রার্থী মাসুদা ডেইজি, মিনারা খাতুন ,লাভলী বেগম, ২ নং ওয়ার্ডে ( কুড়িগ্রাম সদর ,রাজারহাট ,উলিপুর) তিনজন প্রার্থী মুশতারি রহমান, মাহবুবা বেগম, শিউলি বেগম, ৩ নং ওয়ার্ডে ( চিলমারী ,রৌমারী, রাজিবপুর) ৪ জন জোসনা আক্তার, আরমান নাহার, তাজমিন নাহার, সুফিয়া বেগম প্রার্থী হিসেবে মাঠে থাকলেও এক নং ওয়ার্ডের মাসুদা ডিজি দুই নং ওয়ার্ডে মাহবুব বেগম ও তিন নং ওয়ার্ডে আরমিন নাহার ভোটের মাঠে অনেক এগিয়ে রয়েছেন। জেলার নয় উপজেলার নিজ নিজ ওয়ার্ডের ভোটারদের অভিমত যোগ্য প্রাপ্তিকে নির্বাচিত না করলে আমাদের এ খেসারত গুনতে হবে। তাই প্রার্থী নির্বাচিত করতে ভুল করবো না। ১ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিয়ন ঘুরে জানা গেছে এর আগে লাভলি বেগমকে নির্বাচিত করে তারা দেখেছে নিজের স্বার্থে তিনি ব্যস্ত ছিলেন। নানা দিক বিবেচনা করে ভোটাররা এবার মাসুদা ডেইজিকে নির্বাচিত করতে মরিয়া হয়ে উঠেছে। ২ নং ওয়ার্ডের প্রার্থী মাহবুবা বেগম একক জনপ্রিয়তা নিয়ে চালিয়ে যাচ্ছেন নীরব প্রচারণা । মনোনয়ন দাখিলের তারিখ থেকে সকল ভোটারের মুখ্য প্রতীক হয়ে আছেন তিনি নিজেই। তিন উপজেলার প্রতি ইউনিয়নে একই সুর বইছে মাহবুবা বেগমের পক্ষে। মাহবুবা বেগম একজন সহকারী অধ্যাপক, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য, কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যানও রয়েছেন। মাহবুবা বেগম উন্নয়নমূলক কর্মকাণ্ড, করোনা কালীন সময়ে ইউনিয়নে ইউনিয়নে ঘুরে খোঁজখবর সহ নানা কর্ম দক্ষতায় ভোটারদের মন কেড়ে নিয়েছেন। তিন নং ওয়ার্ডের চারজন প্রার্থী থাকলেও স্বামীর কৃতিত্বকে পুঁজি করে লড়ছেন আরমিন নাহার। তিনি একজন সৎ অধ্যক্ষ প্রার্থী হিসেবে উন্ননমূলক কাজ করতে পারবেন এ বিশ্বাসেই তাকেই ভোটাররা নির্বাচিত করতে চান। তিন ওয়ার্ডের ভোটাররা অপেক্ষায় রয়েছেন ১৭ অক্টোবর তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ের মালা পড়াতে। উল্লেখ্য যে কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১০১৩। এরমধ্যে ১ নং ওয়ার্ডের ৪১২,, ২ নং ওয়ার্ডে ৩৯৯, ৩ নং ওয়ার্ডে ২০২ জন। জেলার সকল ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের ভোটার গণ নয়টি কেন্দ্রের ১৮টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.