বিপ্লব তালুকদার নাটোর প্রতিনিধি নাটোরের সিংড়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহঃস্পতিবার (৩১ জুলাই) বিকেল পাঁচটার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ( ইটালী-ইদ্রাসন) গ্রামের মাঝামাঝি স্থানে পাজাগাড়ি নামক স্থানে পাকা রাস্তার পূর্ব পাশে মোঃ রবিউল ইসলাম রবুর জমিতে অজ্ঞাত যুবকের লাশটি দেখে স্থানীয় লোকজন সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় লাশটির শরীরে আঘাতের চিহ্ন ও গোলা ও মুখ বাধা অবস্থায় ছিল। নিহত ব্যক্তির পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd