তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ এক আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এড. রঞ্জিত সরকার। সোমবার দুপুরে ধর্মপাশা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, বিগত ইউনিয়ন পরিষদের আওয়ামিলীগ মনোনিত পাইকুরাটির নৌকার চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি এম এম এ রেজা পহেল, তাহেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল হুদা মুকুল,মধ্যনগর উপজেলা যুবলীগের সহ সভাপতি হুমায়ুন কবির, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আলি আকবর, লুৎফর রহমান উজ্জ্বল,সদস্য কামরুজামান উজ্জল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রোকন উজ্জামান বেপারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু ফাত্ত রাসেল, উপ গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক জালাল আহমেদ আকাশ, উপজেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক আলামীন খান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লা আল সানি, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য আজিজুল হক,স্বেচ্চাসেবক লীগ সাধারন সম্পাদক দ্বীপক,সদস্য মোঃ পিয়াম তালুকদার প্রমুখ। এড.রঞ্জিত সরকার বলেন করোনা মহামারির পর এবার সবাই উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সুনামগন্জ এক নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা পুজা উৎযাপন করছেন। আমরা বলতে চাই ধর্ম যার যার উৎসব সবার,আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এসেছি,আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন সবসময়।আপনারা আমার মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ করবেন যেন উনি সর্বদা ভালো থাকেন। তিনি প্রতিটি পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.