নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ০৩ অক্টোবর ২০২২ খ্রিঃ. সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্ঠমীতে ঢাকা জেলার নবাবগঞ্জ এবং দোহার থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সু্যোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়।
পুলিশ সুপার মহোদয় এ সময় উপস্থিত সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ, আনসার ও নিরাপত্তা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী- পুরুষের জন্য পৃথক পথ, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা জন্য আহ্বান জানানো হয়।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ'সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.