সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে আজ ৫ই অক্টোবর সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজাঁর বিজয়া দশমির মধ্যে দিয়ে অবাধ শান্তিপূর্ন পরিবেশে সম্পূর্ন হয়েছে।
জানাযায়,রানীশংকৈল পৌরসভায় ৫টি পূজাঁ মন্ডপ সহ উপজেলার ৫৪টি পূঁজা মন্ডপে একযোগে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গা পূঁজা আজ বুধবার সকাল থেকে বিভিন্ন পুঁজা মন্ডপে মন্ডপে বিজয়া দশমির শেষ মুহুর্তে বিভিন্ন দর্শনার্থী ও ভক্তদের পদচারনায় কম্পিত ছিল মন্ডপ গুলো।
ভক্তরা মা দূর্গার স্মরনে পূঁজা আর্চনা ও অনেকে নিত্য ড্যান্সের মাধ্যমে সিদুঁর খেলায় মেতে বিভোর।
এ বিষয়ে বন্দর গৌবিন্দ পুজাঁ মন্ডপের সভাপতি তুসার বসাক,সাঃ সম্পাদক তন্ময় বসাক এ প্রতিবেদক কে জানায় বিগত ২ বছরে কলো করোনা কালীন সময়ে এরকম খোলামেলা পরিবেশে পুজাঁ করা সম্ভব হয়নি তাই এবার করোনার বিধীনিষেধ শিথিল থাকায় অবাধ সুষ্ঠ শান্তিপূর্ন পরিবেশে বিজয়া দশমির সিদুর খেলার মধ্য দিয়ে মা দূর্গাকে সন্ধা৭/৮টার মধ্য কুলিক নদীতে বির্সজন দেওয়া হবে।এ ব্যাপারে ইউএনও সোহেল সুলতান জূলকার নাইন এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আসলে এটাতো সরকারী কোন নির্দেশনা থাকেনা তাদের লগ্ননুযায়ী বির্সজন হবে।
এব্যাপারে পুজাঁ উৎযাপন পরিষদের সভাপতি বলেন লগ্ননুযায়ী বির্সজন হয়ে হয়ে গেছে,এখন প্রতিমা ভাসার পালা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.