রাম বসাক,শাহজানপুর,সিরাজগঞ্জঃ ‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা খোকন মাষ্টার, আনোয়ার হোসেন বাবু, মো. মিজানুর রহমান (বাচ্চু), সাইফুল ইসলাম প্রমূখ। এসময় ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ ইউপি সচিব, উদ্যোক্তা, উপজেলা পরিষদের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার ১৩ টি ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজের অগ্রগতির ভিত্তিতে ৩ ক্যাটাগরীতে ৩ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়। এতে সেরা চেয়ারম্যান হিসেবে ক্রেষ্ট গ্রহণ করেন গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সেরা ইউপি সচিবের ক্রেষ্ট গ্রহণ করেন গাড়াদহ ইউপি সচিব আবুল কালাম আজাদ, সেরা গ্রাম পুলিশের ক্রেষ্ট গ্রহণ করেন পোরজনা ইউনিয়নের গ্রাম পুলিশ ফুলচাঁদ মিয়া।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.