মো: সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ রাজধানী ঢাকার ধামরাই উপজেলার বর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিয়ে করতে যাওয়ার সময় রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজের পূর্বপাশে পাকা সড়কে একটি গরু ও একটি ছাগল রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে বৃহস্পতিবার (৬ আক্টোবর) দুপুর আনুমানিক ২টার সময় দুর্ঘটনার শিকার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার পাশের ডোবার পানিতে মাইক্রোবাসটি পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে। এ সময় একজন নারী মারা যায় এবং ২ জন গুরুতর আহত হয়।
আহতরা রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী ঢাকা জেলার ধামরাই উপজেলার সিরাজুল ইসলামের পুত্র বর নিয়াজুল ইসলাম হরিপুর উপজেলার খলড়া গ্রামে সলেমান আলী’র বাড়িতে বিয়ে করতে যাওয়ার পথে রাণীশংকৈল উপজেলার রামপুর বেইলী ব্রিজের পূর্বপাশে পারাপারের সময় গরুর ও ছাগলরে সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৯জন যাত্রীসহ রাস্তার নিচে ডোবার পানিতে পড়ে যায় । এসময় বর সুরক্ষিত থাকলেও বরযাত্রী ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের সফিকুলের স্ত্রী শামীমা আক্তার (৫০) নিহত হয়। অপর দুইজন বরযাত্রী ঢাকা সাভারের সেলিমের স্ত্রী ফাতেমা (১৯)সহ একবৃদ্ধ আহত হয়। আহতরা বর্তমানে রাণীশংকৈল হাসপালে চিকিৎসাধীন রয়েছে।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, লাশ রাণীশংকৈল হাসপাতালে আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। বরের বাড়ি ঢাকায় হওয়ায় এখনও এব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.