পুঠিয়া প্রতিনিধি: মোঃ কালু মিজান রাজশাহীর পুঠিয়া উপজেলার খাল বিল বসতবাড়ি সহ সকল নিচু স্থানে পানিতে প্লাবিত হয়েছে। এতে করে সাধারণ মানুষ গুলো দিশেহারা। সাধারণ মানুষ বলছে ক্ষমতার অপব্যবহার করে যেখানে সেখানে পুকুর তৈরি করে পানি প্রবাহের গতিপথ গুলো বন্ধ করায় উপজেলা বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে এমন জলাবদ্ধতা। পাশাপাশি কৃষি জমি গুলো এখন আর চাষ উপযোগী নেই। এমন ভাবে চলতে থাকলে ধানের আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই সাথে অনিশ্চিত হয়ে পড়েছে পেঁয়াজের আবাদ। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কাঁচা পাকা বাড়িগুলোতে পানি উঠেছে। হাঁস মুরগি গরু ছাগল সহ সকল গবাদিপশু নিয়ে মানুষ বিপাকে। সেই সাথে বিভিন্ন স্থানে মানুষ রান্না করে খাবার মত একটু শুকনো জায়গার জন্য ছোটাছুটি করছে একই স্থান থেকে অন্য স্থানে। উপজেলার সদর ইউনিয়নের, ভাল্লুক গাছি ইউনিয়নের, শিলমারিয়া ইউনিয়নে ও জিউপাড়া ইউনিয়ন সহ সকল ইউনিয়নের নিচু ফসলে জমি পানিতে তলিয়ে যাওয়াই কৃষকরা পড়েছে চরম বিপাকে। ভাল্লুক গাছি ইউনিয়নের ফুলবাড়ী এলাকার একাধিক ব্যক্তি জানান, বিগত সময়ে দলীয় প্রভাব খাটিয়ে ভয়-ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে প্রতিবাদ থেকে দূরে রেখে জোরপূর্বক বিভিন্ন সরকারি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা ক্যানেল ও দ্বারা দখল করে তৈরি হয়েছে পুকুর যার কারণেই আজ মূলত বসতবাড়ি এবং ফসলে জমি পানিতে প্লাবিত হচ্ছে । শিলমারিয়া ইউনিয়নে জায়েদ উদ্দিন বলেন, পুঠিয়া উপজেলায় সবচেয়ে বেশি পুকুর খনন হয়েছে আমাদের ইউনিয়নে। এই পুকুরের কারণেই পানি প্রবাহের বিভিন্ন স্থানগুলো ভরাট হওয়ার কারণে আজ এই জলাবদ্ধতা। আসলে এটা তো প্রাকৃতিক ভাবে বন্যা বা জলাবদ্ধতা মানুষ পড়েনি। এই সকল জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পুকুর খনন করা ও সরকারি বিভিন্ন ক্যানেল বা দ্বারা প্রতিনিয়ত সংস্কার না করায় এই জলাবদ্ধতা। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম, নূর হোসেন নির্ঝর জানান, বিগত বছরে তুলনায় এ বছরে বৃষ্টিপাত বেশি হওয়ায় বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন প্রতিনিয়তই জলাবদ্ধতা নিরসনের কাজ করছে। সেই সাথে কোন স্থান থেকে জলাবদ্ধতার অভিযোগ পাওয়া সঙ্গে সঙ্গে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এবং ইতিমধ্যে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসন হয়েছে এবং উপজেলার জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd