কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে কতিপয় স্বার্থন্বেষী মহল নানা রকম অপতৎপরতা চালিয়ে তার ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় ১২ জন ইউপি সদস্য, এলাকাবাসী ও ভোটারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা যায় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের নির্বাচনী প্রতিপক্ষের কিছু লোকজন এলাকার কয়েকজন কে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটার চেষ্টা করছে বলে সচেতন মহল মনে করছেন। সাম্প্রতিকালে ইউপি চেয়ারম্যানের প্রতিপক্ষ গ্রুপ ভাড়াটে ২০-২৫ জন লোকজন দ্বারা রেশন কার্ডের দুর্নীতির অভিযোগ তুলে ধরে একটি লোক দেখানো মানববন্ধন করেন। অপরদিকে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন ও নিজের শতভাগ স্বচ্ছতা ,জবাবদিহিতা, ঘুষ ও দুর্নীতিমুক্ত ইউপি পরিষদ পরিচালনা করার যথেষ্ট প্রমাণ তুলে ধরেন সংবাদ কর্মীদের কাছে। এ ব্যাপারে ইউপির চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, আমার একটি প্রতিপক্ষ গ্রুপ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তিনি আরও জানান, গত নির্বাচনে পরাজিত প্রার্থী জনগণের কাছে আমার জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করছে। আমার সম্পর্কে এলাকার আমজনতার যথেষ্ট ভালো ধারণা আছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.