বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ ম্লান করলে রাতের আলো , পাখিরা থাকবে আরো ভাল’ এই প্রতিপাদ্য বিষয়-কে সামনে রেখে জৈন্তাপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে।
গত ৮ অক্টােবার শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সিলেট বনবিভাগ আয়োজিত বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন বলেন, প্রাকৃতিক পরিবেশ সিলেটের প্রাণ। পরিযায়ী পাখির আবাসস্থল-কে নিরাপদ রাখা ও বিচরনস্থল সংরক্ষণে আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে।
তিনি অতিথি পাখি রক্ষায় বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধি করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর আহবান জানান।
সভায় দরবস্ত-হরিপুর বাজারে বন বিভাগের সহযোগিতায় একটি জনসমাবেশ করার আহবান জানানো হয়।
এ সময় বিশ্ব পরিযায়ী পাখি রক্ষায় শপথ বাক্যপাঠ করান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনা করেন
বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও
বক্তব্য রাখেন বনবিভাগ গোয়াইনঘাট রাতারগুল বনবিট কর্মকর্তা আব্দুল হক, জৈন্তাপুর প্রেসক্লাব সহ-সভাপতি ইউপি সদস্য সেলিম আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সস্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সদস্য মীর মো: শোয়েব আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সদস্য ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি শোয়েব উদ্দিন, এশিয়ান টিভি'র জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান । সভায় পবিত্র কোরাআন তেলাওয়াত করেন ফরিদ আহমদ।
এসময় সারী বন বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.