মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষক-কৃষাণীদের । অনুকূল আবহাওয়া, পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও এবার বেশি হচ্ছে বলে জানিয়েছে কৃষকরা। হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাবে মতে, এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬ হাজার হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে এবার আমন ধান। মোট আমন চাষ হয়েছে ১৬ হাজার ১৩০ হেক্টর জমিতে। চলতি বছরে কৃষকরা উচ্চ ফলনশীল স্বর্ণা, বিরিধান-৩৪, বিনা ১৭, বিরিধান-৫১, বিরিধান-৫২ এবং বিরিধান-৬২-৭২ জাতের ধান বেশি চাষ করেছে। প্রতিটি জাতের ধানের ফলনে লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশাবাদী। কৃষকের উঠানে এই ধান ওঠার পর কাঙ্ক্ষিত দাম পেলে নবান্নের প্রকৃত আনন্দে মেতে উঠবেন এমনটিই আশা করছে হরিপুর উপজেলার কৃষকরা। হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের নন্দগাঁও (ডাঙ্গী) গ্রামের কৃষক বুলবুল সাংবাদিককে বলেন, ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ভালো দাম পেলে লাভবান হবো বলে আমি আশাবাদী। কৃষকেরা চলতি মৌসুমে ধানের বাম্পার ফলনে খুব খুশি। তারা জানান, বোরোর চেয়ে রোপা আমনের চাষে খরচ অনেক কম। তাছাড়া এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় রাসায়নিক সার কম লেগেছে। পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও বেশি হয়েছে।
এ ব্যাপারে হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন জানান, আমন ধানের ফলন বাম্পার হয়েছে। অন্য বছরের তুলনায় এবার উৎপাদন বাড়বে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.