মোঃ আল-আমিন হোসেন,বরগুনা প্রতিনিধিঃ মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর শুক্রবার থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করেছেন সরকার। এই সময় উপকূলীয় এলাকার নদ নদী ও সাগরে কোন ধরনের জাল ফেলা যাবে না। এই ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারজাত ও পরিবহন আইনত দণ্ডনীয়। সরকারের এই কর্মসূচি বাস্তবানে সারা দেশের নদ নদীতে অভিযান শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে রাত ১২.০১ মি থেকে বিষখালী নদীতে অভিযান চালিয়েছে, প্রথম দিনের অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, এস আই রাসেদুল রহমান, মোঃ সুমন চৌধুরী ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী, গোপালগঞ্জ মৎস্য সমিতির সভাপতি মোঃ সোহেল মাহমুদ ও রতন চন্দ্র মালাকার মাঠ সহায়ক কর্মী। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবার সব নদীতে মা ইলিশ সংরক্ষনের উদ্যোগ নেয়া হয়েছে। ইলিশ উৎপাদন বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
আজ মোবাইল কোর্ট পরিচালনা কালীন সময় মোঃ ইউনুস (৩৫) পিতা মোঃ কাদের আলী, মোঃপনু মিয়া(৪৫) পিতা মোঃ মুনসুর আলী ঘরামি, মোঃ ইমরান (২০) পিতা স্বরূপ আলী সকলেই দক্ষিণ কালিকাবাড়ী ২ নং ওয়ার্ড বেতাগীর বাসিন্দা এদের প্রত্যেককে
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল আল নুর বরগুনা এক মাসের কারাদন্ড প্রদান করেন।
নদীতে মাছ শিকার কারীদের বিরুদ্ধে অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.