মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ সুন্দরবনের বিষধর সাপের কামড়ে আব্দুল মোমিন মোল্লা (৪৩) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
গতকাল ৯ অক্টোবর রোববার বিকাল ৫টার দিকে পশ্চিম সুন্দরবনের রায়মঙ্গল এলাকার জঙ্গলে বিষধর সাপের কামড়ে তিনি আক্রান্ত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে রাতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মোমিন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী (সাপখালী) গ্রামের মৃত সোহাতাব মোল্যার পুত্র।
কৈখালী বনবিভাগের স্টেশন অফিসার মো. হারুন-উর-রশীদ বলেন,আব্দুল মোমিন তার সহযোগীদের নিয়ে গত ৫ অক্টোবর কৈখালী ফরেস্ট অফিস থেকে পাশ পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যায়। রোববার বিকালে একটি বিষধর সাপ তাকে দংশন করলে তার সহকর্মীরা তাকে লোকালয়ে এনে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. হুদা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.