রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জুঁই আকতার এ বছর শীতকালীন মাধ্যমিক পর্যায়ে আন্তস্কুল মেয়েদের বাইসাইক্লিং প্রতিযোগিতায়
গত ০৩-০৩-২২ তারিখে জেলা চ্যাম্পিয়ন হন। জুঁই উপজেলার বাধডাঙ্গী গ্রামের জবিবর রহমানে মেয়ে। জেলা সাইক্লিং চ্যাম্পিয়ন হবার পর সে
গত ০৩-১১-২২ ইং তারিখে বিভাগীয় পর্যায়ে বাইসাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার একটি ভালো সাইকেল না থাকার কারণে বিজয়ের সাফল্যকে ছুঁতে পারেনি সে। একটি সাধারণ হিরো রয়েল সাইকেল নিয়ে তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়েছিল, তাই হয়তো ১৫ পাকের খেলায় অপর প্রতিযোগিদের উন্নতমানের বাইসাইকেলের দ্রুত গতির কাছে সাধারণ সাইকেলটি নিয়ে জীবনের সর্বশক্তি দিয়ে ১২ পাক ঘুরার পর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল ঠাকুরগাঁও জেলা চ্যাম্পিয়ন জুঁই আকতার।
রাণীশংকৈলে মেয়রের কার্যালয়ে কাছে এসে এমনটিই বলছিলেন জুঁই।
এখবর শুনে রাণীশংকৈল পৌরমেয়র মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে পৌর কার্যালয়ে তাঁর ব্যাক্তিগত উদ্যোগে জুঁইকে একটি বাইসাইকেল কেনার জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন।
এসময় রাণীশংকৈলের সুনামধন্য রাঙ্গাটঙ্গী নারী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মতিউর রহমান, কাউন্সিলর জুয়েল রানাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ প্রসংগে মেয়র বলেন, বিভাগীয় পর্যায়ে বাইসাইকেল রেসলিং প্রতিযোগিতায় একটি ভালোমানের সাইকেল না থাকার কারণে জেলা চ্যাম্পিয়ন জুঁই তার কাঙ্খিত সাফল্য অর্জন করতে পারেনি ব্যাপারটি খুবই দুঃখজনক। তিনি আরো বলেন আমার এ সামান্য সহযোগিতা যদি তার কাজে লাগে, আমি ধন্য হবো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.