আবু সায়েম আকন,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা ও দুর্নীতি বিরোধী আন্দোলন মঞ্চের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২ টায় মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে উপজেলায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ ব্রিফিং দেন আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ।
ব্রিফিংএ বলা হয়, আন্দোলন মঞ্চের ১১ দফা দাবির ১টি দাবি ছিল ম্যানেজিং কমিটির নির্বাচন যা আগামীকাল ১৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এস এস সি পরীক্ষা চলাকালীন নির্বাচনী তফসিল ঘোষণা করায় সকল অবিভাবক নির্বাচনের খবর না পাওয়ায় এর সমালোচনা করে সাংবাদিকদের ব্যাপক প্রচারের অনুরোধ করে, যাতে সকল ভোটার উপস্থিত হয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করেন। নির্বাচনে অবিভাবক সদস্য হিসেবে ভোটারদের স্কুলের স্বার্থে যারা কাজ করবে তাদের ভোট দেয়ার অনুরোধ করেন। ভোট যাতে সুষ্ঠু হয় এবং জাল ভোট প্রতিরোধে সকল ভোটারকে এনআইডি কার্ড নিয়ে আসতে অনুরোধ করা হয়।
এ সময় নির্বাচনে ব্যালট পেপারের নমুনা জানিয়ে দেয়া হয়। প্রাথমিক শাখার (সদস্য) ব্যালটের রং গোলাপি, নির্বাচিত হবেন ২ জন। মাধ্যমিক শাখায় (সদস্য) ব্যালটের রং নীল, নির্বাচিত হবেন ২ জন। সংরক্ষিত মহিলা (সদস্য) ব্যালটের রং হলুদ, নির্বাচিত হবেন ১ জন। যেখানে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী।
ব্রিফিংএ উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লা, রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোস্তফা গাজী, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বাবু নিত্যানন্দ শাহা। লিখিত প্রেস ব্রিফিং পাঠ করেন রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আমির খসরু বাবুল।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.