মোঃ মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্যে (১৩ অক্টোবর) বৃহস্পতিবার ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে নয়টায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিপিপির অংশ গ্রহণে র্যালী মহড়া অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল- নোমান এর সভাপতিত্বে, উপজেলা প্রকল্প অফিসার, সোহাগ ঘোস এর সঞ্চালনায়, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন,
সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ দেশের পরিচয়ে বাংলাদেশ আর এখন পরিচিত নয়। সতর্ক ব্যবস্থার উন্নয়ন, আধুনিক উদ্ধারকর্মী দলের সক্রিয় অবস্থান, আশ্রয়কেন্দ্র নির্মাণ ইত্যাদি প্রতিরোধমূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের দেশ দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করেছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.