মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট উপ-পরিদর্শক পদে চুড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীদের সাথে পরিচিতি সভা করছেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।
১৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২ টায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ ২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা (Aptitude Test and Viva-Voce)-এ উত্তীর্ণ, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য (Fit) এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক মর্মে ভোলা জেলা হতে চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের সাথে পুলিশ অফিস সম্মেলন কক্ষে এ সভা করেন তিনি।
ভোলা জেলা হতে চুড়ান্তভাবে উত্তীর্ণ ০৮ (আট) জন প্রার্থী বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ০১(এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনীত হন।
পুলিশ অফিস সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে উত্তীর্ণ প্রার্থীদের ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভোলা জেলার পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)
মোঃ ফরহাদ সরদার,ডিআইও-১, জেলা বিশেষ শাখা,ভারপ্রাপ্ত কর্মকতা জেলা গোয়েন্দা ভোলা,পুলিশ পরিদর্শক (ক্রাইম), ভারপ্রাপ্ত কর্মকতা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সহ ভোলা জেলার সহ নব-নির্বাচিত ক্যাডেট এসআই (নিরস্ত্র) প্রশিক্ষনার্থীগণ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.