আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলায় গত বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সকাল ১০ টা হতে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বারাংকুলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন ২০২২ এর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।পাঁচটি পদে দশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছে।পুরুষ ৪ টি পদে ৮ জন,মহিলা ১ টি পদে ২ জন প্রতিদ্বন্দ্বী করেছে।প্রিজাইটিং অফিসার হিসাবে নির্বাচন পরিচালনা করেন,উপজেলা একাডেমি সুপার ভাইজার আশরাফুর রহমান ,সহকারী প্রিজাইটিং হিসাবে ইকবাল হোসেন ও মো. বদিউজ্জামান মোল্যা।মোট ভোট সংখ্যা ৪৭৯ এর মধ্যে ৩৬৪ জনভোট দিয়েছে।২০৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. ইছহাক মোল্যা, ১৮০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. আজিম খা, ১৫৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. রওশন শেখ ও ১৪৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. হারুন মোল্যা।সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্মৃতি পারভীন।নির্বাচন প্রিজাইডিং অফিসার আশরাফুর রহমান ফলাফল ঘোষণা করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, প্রধান শিক্ষক মজিবুর রহমান,আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, থানা পুলিশের উপ-পরিদর্শক ইউনুস আলী, প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.